Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

রাজনগর, মৌলভীবাজার।

সিটিজেন চার্টার (নাগরিক সেবা)

ক্রমিক নং

সেবার নাম

 সেবা গ্রহণের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১

০২

০৩

০৪

০৫

০১

ভিজিডি কার্যক্রম

নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনকে ছবিসহ দুঃস্থ মহিলাদের প্রাথমিক তালিকা সংগ্রহ করে অত্র দপ্তরে পাঠানোর জন্য বলা হয়। উপজেলা কমিটি প্রাথমিক তালিকা বাছাই অন্তে অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত তালিকা প্রস্ত্তত করা হয়।

২ (দুই) বছর মেয়াদে প্রতিমাসে ৩০ কেজি গম/চাল বিতরণ করা হয়।

-

০২

মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র্ঋণ কার্যক্রম

স্থায়ী বাসিন্দা অথবা যার এই এলাকায় নিজস্ব বশত-ভিটা আছে তাদের মধ্য হতে অপেক্ষাকৃত দুঃস্থ মহিলারা আয় বর্ধক কার্যকান্ডের জন্য ৫% সার্ভিস চার্জসহ ৫,০০০-১৫,০০০/= টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে পরিশোধ সাপেক্ষে তিন বার পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে। উক্ত ঋণ ১ বৎসর বা ২ বৎসর মেয়াদী হতে পারে।

বছরে ২ (দুই) বার প্রদান করতে হয়।

-

০৩

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কার্যক্রম

নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনকে জুলাই মাসে ৩ মাসের গর্ভবর্তী দুঃস্থ মহিলাদের প্রাথমিক তালিকা ছবিসহ সংগ্রহ করে অত্র দপ্তরে পাঠানোর জন্য বলা হয়। উপজেলা কমিটি প্রাথমিক তালিকা বাছাই অন্তে অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত তালিকা প্রস্ত্তত করা হয়। এ ক্ষেত্রে গর্ভধারণ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর হতে বিনামূল্যে সনদ সংগ্রহ করা হয়।

২ (দুই) বছর মেয়াদে ৬ মাস অন্তর ২,১০০/= টাকার চেক বিতরণ করা হয়।

-

০৪

কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন কর্মসূচী

প্রতিটি ইউনিয়নে ১ টি করে কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হয়। যার সদস্য সংখ্যা ৩০ জন, তন্মধ্যে ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর; ১১-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এই ক্লাবের সদস্য হতে পারে। ক্লাব ঘর থেকে ১ কিলোমিটারের মধ্যে এনজিও কর্তৃক বাছাই করে ছবিসহ এই সদস্যগণকে তালিকাভুক্ত করা হয়।

৩ (তিন) বছর

-

০৫

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ

নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ গ্রহণ করা হয়। উভয় পক্ষের শুনানী গ্রহণ পূর্বক সমস্যার সমাধান করা হয়। অন্যথায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দেওয়া হয়।বাল্য বিবাহের অভিযোগ পেলে তাৎক্ষনিক ভাবে থানা প্রশাসনের সহযোগীতায় বিয়ে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

১৫ (পনের) কার্যদিবস

প্রাপ্ত অভিযোগ মিমাংসা করতে ব্যর্থ হলে অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

০৬

দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল

দুঃস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরমে ইউ,পি চেয়ারম্যানগণের সুপারিশ সহকারে নাগরিত্ব সনদ সংযুক্ত করে ফরম পূরণ পূর্বক ছবিসহ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদনকারী ব্যক্তিগতভাবে প্রেরণ করতে হয়। 

-

-

০৭

আইনগত সহায়তা প্রদান

যে সকল অসহায় মহিলাগণ চলতি মামলার খরচ চালাইতে অক্ষম সেই সকল মহিলদের লিগ্যাল এইডের উকিলের মাধ্যমে আইনগত সহায়তার পরামর্শ প্রদান করা হয়।

-

-

০৮

বেগম রোকেয়া পদক

প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে যে সকল নারীরা নারী শিক্ষা, নারী অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন, চরিত্রগুন ও দেশাত্ববোধে অনবদ্য, গ্রাম বাংলার লোকজ সাহিত্য ও সাংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পল্লী উন্নয়নে অবদান থাকে শুধু তারাই আবেদন করতে পারবে।এ ক্ষেত্রে ২ কপি পাসপোর্ট এবং ২ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি ফরম পূরণ পূর্বক অত্র অফিসে জমা দিতে হবে।

প্রতিবছর ১ বার (এপ্রিল মাস)

-

০৯

বিভিন্ন দিবস পালন

৮ ই মার্চ আন্তজার্তিক নারী দিবস, ১৭ই মার্চ শিশু দিবস, ১৫ই আগষ্ট শোক দিবস, ৯ ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

নির্দিষ্ট তারিখে

-

১০

কোট থেকে প্রাপ্ত মামলার তদন্ত

নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল হতে প্রেরিত মামলা তদন্ত করা হয়ে থাকে।

১৫ (পনের) কার্যদিবস

-

১১

মহিলা সংগঠন

রেজিষ্টার্ড মহিলা সংগঠনগুলো কার্যক্রম পরীবিক্ষণ করা হয়। সংগঠনের মহিলাদের নিয়ে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনামূলক উঠান বৈঠক করা হয়। তাছাড়া প্রতিবছর নভেম্বর মাসে বাৎসরিক অনুদান প্রদান করা হয়।

বছরে ১ (এক) বার

-